Weather Update: স্বস্তির খবর, দেশে আগাম বর্ষার পূর্বাভাস হাওয়া অফিসের
যতটা গর্জেছিল, ততটা বর্ষায়নি ‘অশনি’। ঘূর্ণিঝড়ের শক্তি কমে গেছে, বদলে গেছে অভিমুখও। কিন্তু আবহবিদরা জানাচ্ছেন, এই অশনির জেরেই গতি বেড়েছে মৌসুমি বায়ুর। তাই এ বছর সময়ের আগেই রাজ্যে বর্ষা (Rainy Weather) আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অশনির জেরে ইতিমধ্যেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার, ১৫ মে আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি […]