Yogyashree: শুধু তফসিলি নয়, এ বার ‘যোগ্যশ্রী’র আওতায় সংখ্যালঘু, ওবিসি, জেনারেল পড়ুয়ারাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

didi 2

এবার ‘যোগ্যশ্রী’ প্রকল্পে রাজ্যের সংখ্যালঘু, ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য রাজ্য়ের তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য চালু করা হয় ‘যোগ্যশ্রী’ প্রকল্প। এতদিন এই প্রকল্পে রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পেতেন। প্রকল্পের বিপুল সাফল্যের পর, বাকি ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত […]