আজকের দিনে ভাইরাল হতে কে না চায়! কেউ বাদাম-বাদাম গেয়ে ভাইরাল হচ্ছেন তো কেউ আবার রান্না করে ভাইরাল হচ্ছেন ফেসবুকে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া সেনশেসন হয়ে ওঠার জন্য অভিনব পথ বাছলেন কানাডার (Canada) এক মডেল তথা পর্ন তারকা।
বছর চব্বিশের অ্যালিস প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে কাজ করেন। এক সহকর্মীর সঙ্গে মিলে ভক্তদের জন্য নতুন কিছু করার পরিকল্পনা করেন তিনি। তখন তাঁর বন্ধু তাঁকে পরামর্শ দেন খরগোশ সাজার। গোটা বিষয়টিকে আরও বিচিত্র করতে তাঁরা ঠিক করেন, খরগোশের মতো ডিম পাড়বেন তাঁরা।
আরও পড়ুন: কি লজ্জা! মালাবদলের সময় খুলে গেল বরের পাজামা, তারপর?
স্থানীয় একটি সংবাদসংস্থাকে অ্যালিস জানিয়েছেন, তিনি প্রাথমিক ভাবে ভেবেছিলেন নকল ডিম ব্যবহার করা হবে গোটা বিষয়টিতে। কিন্তু ভিডিয়ো তৈরির সময় তিনি দেখেন, সত্যিকারের মুরগির ডিম নিয়ে হাজির হয়েছেন তাঁর বন্ধু। আসল ডিম দেখে ঘাবড়ে গেলেও চুক্তির কারণে গোটা বিষয়টি করতে বাধ্য হন তিনি।
সেই ডিম দেহের ভিতর ঢুকিয়ে এক এক করে সেই ডিম পাড়ার ভিডিয়ো করা হয়। এ ভাবে প্রায় ৬০টি ডিম পাড়তে হয় তাঁকে। আর এই ভিডিও রেকর্ডের পরই তাঁর ঠাঁই হয় সোজা হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে খবর।
আরও পড়ুন: Controversy: ‘স্পোর্টস ব্রা’-এর প্রচারে উন্মুক্ত স্তন, নিষেধাজ্ঞা বিতর্কিত বিজ্ঞাপনে