Bizarre News: Video of couple having sex in Swiss Air flight goes viral; crew under fire for leaking footage

Bizarre News: বিমানে ঘনিষ্ট যুগল! ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ কর্মীদের বিরুদ্ধে

যাত্রিবাহী বিমানের অন্দরে যৌনতায় মত্ত হয়েছিলেন যুগল। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে বিদেশি বিমান সংস্থা। কী ভাবে দম্পতির গোপন মুহূর্তের ভিডিয়ো এ ভাবে ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিয়ো। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়েছেন। আর তার পরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরাও।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই সুইস এয়ার মুখপাত্র মেইক ফুলরট সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে বলেছেন, ‘‘যাত্রীদের সম্মতি ছাড়া এই ধরনের ভিডিয়ো রেকর্ড করা এবং তা এ ভাবে ছড়িয়ে দেওয়া মূল্যবোধের পরিপন্থী। এ ক্ষেত্রে সুরক্ষাবিধিও লঙ্ঘন করা হয়েছে।’’ কী ভাবে ভিডিয়োটি ছড়িয়ে পড়ল এবং এর নেপথ্যে অন্য কোনও বিমানকর্মীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মেইক।