কখনও সবজি কাটা, কখনও অন্তর্বাস পরেই ভ্রমণ- মেট্রোয় অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড হয়ে চলেছে প্রতিনিয়তই। সোশ্য়াল মিডিয়ায় হু হু করে ভাইরালও হয় সেই পোস্ট। এবার আরও এক এমন ভিডিয়ো সামনে এল, যা শালীনতার সব মাত্রা ছাড়িয়েছে। কী সেই ভিডিয়ো? দেখা গেল, চলন্ত মেট্রোয় চলছে হোলি খেলা। রঙ মাখাতে গিয়ে কার্যত একে অপরের উপরে শুয়েই পড়ছেন দুই যুবতী।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে বসেই এক অপরের সঙ্গে রং খেলায় মেতেছেন দুই তরুণী। পরনে সাদা পোশাক, সামনে আবির ছড়ানো। দুই তরুণী একে অপরের গালে দিচ্ছেন রঙের ছোঁয়া। একে অপরের কোলে শুয়ে পড়ছে, গালে গাল ঘষছে। চলছে আদুরে স্পর্শ। ‘রামলীলা’ ছবির ‘অঙ্গ লগা দে’ গানের ছন্দেই রিল বানাচ্ছেন দুই তরুণী। তাঁদের অভিনয় যেন পর্দায় রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকেও হার মানাবে। মেট্রোর কামরায় দুই তরুণীর এমন ঘনিষ্ঠতা ভাল চোখে দেখেননি মেট্রোর যাত্রীদের অনেকেই। কেউ বিরক্ত, কেউ আবার অবাক, কেউ আবার মুখ ঢেকে হাসছেন— ভিডিয়োয় ধরা পড়েছে যাত্রীদের নানা রকমের প্রতিক্রিয়াও।
Delhi Metro अब Oyo वाली सुविधा भी प्रदान कर रहा है, वो भी निशुल्क
जनहित में जारी
😲😲😲😲😲😲😲😲😲😲 pic.twitter.com/clH3nj949v— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) March 23, 2024
এই ভিডিও দেখেই নিন্দা করছেন অনেকে। কেউ বলছেন, “আর জায়গা পায়নি। মেট্রোতে দিন দিন যা হচ্ছে তা আর বলার নয়।” একজন তো ভীষণ রেগে দিল্লি পুলিশকে ট্যাগ করে ভিডিওর কমেন্টে লিখেছেন, “মেট্রোতে এমন ধরনের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তাও কীভাবে এইসব রঙ্গলীলা চলছে কে জানে?” একজন লিখেছেন, রুচিবোধটাই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। একজন তো আবার মন্তব্য করেছেন, “ভিডিওতে দেখেই আমার কেমন অস্বস্তি লাগছে, মেট্রোতে সেই সময় যাঁরা ছিলেন তাঁরা কীভাবে সহ্য করছিলেন কে জানে!”