ঈদ-ই-মিলাদ-উন-নবি (Eid-E-Milad-Un-Nabi) হল শেষ নবির জন্মদিন হিসেবে মুসলমানদের পালিত একটি উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার এবার ১২ রবিউল আওয়াল। প্রিয়নবী হজরত মহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুদিবস হল এই ১২ রবিউল আওয়াল। যাকে ”ঈদ-ই-মিলাদ-উন-নবী”ও (Eid Milad) বলা হচ্ছে। কোথাও কোথাও “ফতেহা দোয়াজ জাম”ও বলা হয়ে থাকে।
ঈদ-ই-মিলাদ-উন-নবির শুভেচ্ছা জানাতে দি নিউজ নেস্ট (The News Nest) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এগুলি পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করে নিন।
আরও পড়ুন: নেতা কিংবা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ধর্ম খুঁজছেন ? সেটা আপনার মূর্খামি
আরও পড়ুন: গান্ধী থেকে বার্নড শ, কার্লাইল থেকে হার্ট – সকলেই আপ্লুত মুহাম্মদের(PBUH) জীবনবোধে
- On the occasion of Mawlid al-Nabi, I wish we were showered with the love and blessings of the Prophet for a happy and prosperous life. Wishing you joy and a smile on Mawlid al-Nabi.
- May the teachings of the Prophet guide you at each and every moment of your life and show you the right path to follow. Wishing you a very blessed Mawlid al-Nabi.
- May the Prophet is always there to enlighten your life. May Muhammed is always there to shower his love on you. Wishing you a very Happy Mawlid al-Nabi.
- May the auspicious occasion of Mawlid al-Nabi fill your life with eternal happiness and joy, May Allah be always there to help you lead a meaningful life. Happy Mawlid al-Nabi to you.
- May the love and choicest blessings of the Prophet bring your life positivity and happiness. May you enjoy the best of Mawlid al-Nabi with your loved ones!!!
- Let us make it a memorable Mawlid al-Nabi for all of us by following the path shown by Allah and making this world a more beautiful place to live.
ধর্মপ্রাণ মুসলিমরা প্রিয় নবি হজরত মহম্মদ সাঃ-এর জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করে থাকে। তবে মুসলিম বিশ্বের একাংশ আবার জন্মদিন পালনে উৎসাহী নয়, তা বলাই বাহুল্য। ভারত ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, তুরস্ক, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, ইতালি, জর্ডান ও মালদ্বীপের মতো দেশে পালিত হয় এই নবী দিবস।
এই সময় রাস্তা, মসজিদ, মাজার ও আবাসিক এলাকা সহ সারাদেশে বেশ কয়টি স্থান রঙিল আলোয় সাজানো হয়। সবুজ রং ইসলাম ও জান্নতের প্রতিনিধিত্ব করে।