২০২৪ শেষ। নতুন বছরকে স্বাগত জানাতে রাতভর পার্টি মুডে ছিল দেশবাসী। জমিয়ে খাওয়া-দাওয়া, মদের আসর, সবই বসেছিল। তবে বর্ষবরণের রাতের এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। সারারাতে ভারতীয়রা কোন কোন জিনিস সবথেকে বেশি অর্ডার করেছেন, তার তালিকা বেরিয়েছে।
এক লক্ষেরও বেশি কনডোমের প্যাকেট, দু’লক্ষের বেশি আলু ভুজিয়া, হাজার হাজার জলের বোতল এবং হজমের ওষুধ! বর্ষবরণের রাতে ভারতীয়দের হাতে তুলে দিয়েছে এক জনপ্রিয় ই-কমার্স সংস্থা। সমাজমাধ্যমে তেমনটাই জানিয়েছেন ওই সংস্থার সিইও অলবিন্দর ধিন্ডসা। আলবিন্দর এ-ও জানিয়েছেন, এ সবের মধ্যে সবচেয়ে বড় অর্ডারটি ঢুকেছিল কলকাতা থেকেই। সেই একটি অর্ডারে ৬৪,৯৮৮ টাকার জিনিসপত্র ডেলিভারি করা হয়েছে।
1,22,356 packs of condoms
45,531 bottles of mineral water
22,322 Partysmart
2,434 Eno..are enroute right now! Prep for after party? 😅
— Albinder Dhindsa (@albinder) December 31, 2024
ব্লিংকিট যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, রাত ৮টার মধ্যেই তাঁদের কাছে ২ লক্ষ ৩৪ হাজার ৫১২ প্যাকেট আলু ভুজিয়ার অর্ডার এসেছিল। এছাড়া অর্ডার করা হয়েছিল ৪৫ হাজার ৫৩১ টনিক ওয়াটার ক্যান, ৬ হাজার ৮৩৪ প্যাকেট আইস কিউব, হাজারটি লিপস্টিক, ৭৬২ লাইটার। তারা প্রায় দেড় লক্ষ কন্ডোম বিক্রি করেছে। এর পাশাপাশি প্রায় ৪৬ হাজার জলের বোতল, আড়াই হাজার ইনোও বিক্রি হয়েছে তাঁদের অনলাইন সংস্থা থেকে।
সুইগির তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে সবথেকে বেশি ডেলিভারি করা হয়েছে চকোলেট, আঙুর, চিপস, দুধ। এছাড়া প্রায় ৭ হাজার প্যাকেট আইস কিউবও সেল হয়েছে রাত ৮টার মধ্যে। এদিকে সুইগি ইন্সটামার্ট ৪ হাজার ৭৭৯ প্যাকেট কন্ডোম বিক্রি করেছে বর্ষবরণের রাতে!