এর আগেও বিষয়টি নিয়ে বহু বার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার (Pan-Aadhaar Link Alert)। কিন্তু তাতেও এই কাজ এখনও করেননি অনেকেই। যেকারণে কাজ না করার জন্য করা হয়েছে জরিমানা। তবে এবার সম্ভবত শেষবার সুযোগ পেতে চলেছেন আপনি। নির্দিষ্ট সময়ের মধ্য়ে প্যানের সঙ্গে আধার কার্ড না জুড়লে ভুগতে হবে আপনাকে।
আয়কর বিভাগ টুইট করে লিখেছে- ‘১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ হল ২০২৩ সালের ৩১ মার্চ। এই সময়ের মধ্যে PAN কে আধারের সঙ্গে লিঙ্ক না করলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।
জরিমানা হতে পারে
আয়কর স্পষ্ট করে বলেছে যে যারা প্যানের সঙ্গে আধার লিঙ্ক করবে না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। যার কারণে প্যান কার্ডধারীরা মিউচুয়াল ফান্ড, স্টক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজগুলি করতে পারবে না। এরপর যদি নিষ্ক্রিয় থাকা প্যান কার্ড নথি হিসাবে কোথাও ব্যবহার করা হয় তবে জরিমানা হতে পারে। ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন (How to link PAN with Aadhaar) ?
- আয়করের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ লগ ইন করুন
- Quick Links বিভাগে যান এবং Link Aadhaar-এ ক্লিক করুন।
- আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে।
- এখানে আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন।
- ‘I validate my Aadhaar details’ বিকল্পটি নির্বাচন করুন।
- আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে। এটি দিয়ে তারপর ‘Validate’ এ ক্লিক করুন।
- জরিমানা দেওয়ার পরে আপনার PAN আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।