Teacher's Day Wishes: Happy Teacher's Day: Wishes, messages, and quotes to share

Teacher’s Day Wishes: শিক্ষককে শুভেচ্ছা বার্তা দিতে চান? সময় নষ্ট না করে এখনই পাঠিয়ে দিন

৫ সেপ্টেম্বর দেশজুড়ে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে শিক্ষক দিবস উদযাপন করা হয়। যদিও বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং একজন দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ১৮৮৮ সালে ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে আপনার জন্য রইল সেরা শুভেচ্ছা বার্তা-

  • আমার জীবনে প্রত্যেক পদক্ষেপে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস আপনাকে।
  • পুঁথিগত বিদ্যা নয়, বাইরের জগত দেখতে শিখিয়েছেন আপনি। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা
  • যত বকেছেন, তার থেকে অনেক বেশি আদর করেছেন। হ্যাপি টিচার্স ডে।
  • আজ আমি যে জায়গায় দাঁড়িয়েছি, তার পেছনে শুধুমাত্র আপনার অবদান রয়েছে। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
  • যুক্তিতর্ক দিয়ে জীবনের মানে বুঝতে চেষ্টা করিয়েছেন আপনি, প্রশ্ন করতে শিখিয়েছেন আপনি। আপনাকে জানাই শুভ শিক্ষক দিবস।
  • ছোটবেলায় বকুনি খেলে ভীষণ রাগ হত, আজ বুঝি সেই বকুনি আমাদের জীবনে এগিয়ে চলার পথিক। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
  • মা হল জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা, তবে মায়ের পরেই আপনার স্থান। আপনাকে জানাই শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
  • আপনার বকাবকির পেছনেও যে লুকিয়ে ছিল আপনার ভালবাসা, এখন বুঝতে পারি সেটা। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
  • আপনার ইতিবাচক কথাগুলি আজও জীবনের পথে কাজে লাগে, আপনাকে জানাই শিক্ষক দিবসের শ্রদ্ধা এবং প্রণাম।