Trending News: Herd Of Sheep Accidentally Eats 100 Kg Of Cannabis In Greece

Trending News: ১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়া হল ‘ছাগল’! অবাক কাণ্ড ঘটল কোথায়?

অল্পবিস্তর নয় প্রায় ১০০ কেজি গাঁজা। সেটাই সাবাড় করে দিল ভেড়ার পাল। গ্রিসের থেসালিতে ঘটেছে এমনই ঘটনা।

জানা গিয়েছে, গ্রিসের থেসালির আলমিরোজ শহরে গ্রিন হাউসের ভিতর চাষ করা হয়েছিল কেজি কেজি গাঁজা। চিকিৎসার জন্য ব্যবহার হওয়ার কথা ছিল সেগুলির। সম্প্রতি বিধ্বংসী বন্যায় ভেসে গিয়েছিল লিবিয়া। ড্যানিয়েল ঝড়ের কারণে জলোচ্ছাস দেখা দিয়েছিল পার্শ্ববর্তী গ্রিস, তুরস্ক, বুলগেরিয়াতেও। সেই ভয়াবহ বন্যাতেই ভেসে গিয়েছিল ওই ভেড়ার পাল। স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে কোনও মতে তারা এসে ওঠে আলমিরোজ শহরে। পেটের জ্বালায় এদিক ওদিক খাবার খুঁজতে শুরু করে সেগুলি। তারপরেই তাদের নজরে পড়ে গ্রিন হাউসটি।

আরও পড়ুন: Newborn: ২৬ আঙুল নিয়ে জন্মাল শিশু, দেবীর অবতার ভেবে প্রণাম ঠুকছে পরিবার

খিদের জ্বালায় গ্রিন হাউসে ঢুকে সেই বিপুল পরিমান গাঁজা কচমচিয়ে চিবিয়ে খেয়ে ফেলল একদল ভেড়া! তারপর ‘হাই’ হওয়া আর কাকে বলে! নেশার ঘোরে নাকি রীতিমতো হাইজাম্প দিচ্ছিল ভেড়াগুলি। ছাগলের চেয়েও বড় লাফ মেরে ছুটে বেড়াচ্ছিল এদিক ওদিক!

এমন দৃশ্য দেখে মাথায় হাত খেতের মালিকের। তিনি জানাচ্ছেন, ”বুঝতে পারছি না হাসব না কাঁদব। প্রথমে তাপপ্রবাহের কবলে পড়ে বহু ফসল নষ্ট হল। এরপর বন্যা এল। প্রায় সবই হারিয়ে ফেলেছিলাম। শেষে এই কাণ্ড! ভেড়াগুলো গ্রিনহাউসে ঢুকে পড়ে সব খেয়ে সাফ করে দিয়েছে।”

প্রসঙ্গত, ওষধি হিসেবে গাঁজার চাষ গ্রিসে ২০১৭ সাল থেকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কেবল তাই নয়, গাঁজার চাষ করে সেদেশের অর্থনৈতিক দিক থেকেও অনেকে লাভবান হয়েছে।

আরও পড়ুন: Viral Video: গাছ থেকে নদীতে লাফিয়ে কুমির শিকার চিতার, দেখবেন নাকি রোমহর্ষক ভিডিও?