Twins Baby: Texas couple welcomes twin baby girls, born just minutes apart – but in different years

Twins Baby: যমজ সন্তান অথচ জন্মসাল আলাদা! কী ভাবে সম্ভব হল?

যমজ সন্তানের (Twins Baby) জন্ম দিয়েছেন মহিলা। কিন্তু এক দিনে নয়। আবার এক বছরেও নয়। মানে আলাদা দিনে আলাদা বছরে! এমনটা আবার হয় নাকি! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটেছে টেক্সাসে।

গল্পটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টেক্সাসের এক দম্পতি৷ কালি জো স্কট নববর্ষের প্রাক্কালে হাসপাতালে যান৷ ঠিক ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁর সন্তান হবে কিন্তু চিকিৎসকেরা তাড়াতাড়ি ডেলিভারির সিদ্ধান্ত নেন৷ প্রথম কন্যা, অ্যানি জো ৩১ ডিসেম্বর ১১.৫৫-এ জন্মগ্রহণ করেন, স্থানীয় সময় ৩১ ডিসেম্বর। এফি রোজ মধ্যরাতের ঠিক পরে জন্মগ্রহণ করেন, তার জন্ম তারিখ ১ জানুয়ারি। সেই সঙ্গে স্বামী ও দুই কন্যাসন্তানের ছবিও তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন: Viral Video: লোকাল ট্রেন ফেল! বিমানের ভিতরেই ব্যাপক মারপিট, দেখুন…

যমজ দুই কন্যাসন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তাদের গর্বিত মা। দুই শিশুরই ওজন ৫.৫ পাউন্ড। নতুন বছরের শুরুতে দুই কন্যাসন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা ওই দম্পতি।

আরও পড়ুন: Guinness World Records: বিশ্বের সবচেয়ে খাটো মানুষ! স্বীকৃতি পেলেন ইরানের এই যুবক