Valentine's Week Full List 2022: significance and all you need to know about the days of love

Valentine’s Week 2022: জেনে নিন ভালোবাসার সপ্তাহের দিন-তারিখ, রইল Rose Day-র শুভেচ্ছা ভিডিও

ভালোবাসতে বিশেষ কোনো দিন যদিও প্রয়োজন হয় না, তবু একটি বিশেষ দিন থাকলে মন্দ কী! সেই দিনটি ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ পালিত হয় বিশ্বজুড়ে। আর ভালোবাসার এই উদযাপন চলে সাতদিন ধরে। নানা মোড়কে জড়ানো প্রেমের রঙিন প্রকাশের পর সবশেষে আসে ভালোবাসার দিন।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে৷ কিন্তু তার আগে রোজ ডে, প্রোপোজ ডে আরও কত কীই তো থাকে৷ সেগুলোও তো পালন করতে হয় না কি?

১) রোজ ডে (৭ ফেব্রুয়ারি) এই দিনটি থেকেই শুরু হয় ভ্যালেন্টাইস উইক৷ হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে অনায়াসে চলে যেতে পারেন প্রিয় মানুষটির কাছে৷ হালকা করে জানিয়ে দিন সে আপনার কাছে স্পেশাল৷ খারাপ লাগবে না, হয়তো সে আপনাকে আরও গুরুত্ব দেবে৷

২) প্রোপোজ ডে (৮ ফেব্রুয়ারি) রোজ ডে-র পরের দিনটিই হয় প্রোপোজ ডে৷ আজ গোলাপ দেওয়ার পর কাল আপনি বলতেই পারেন, “ভালোবাসি”৷ কাল তো তারই দিন৷ প্রোপোজ করার দিন৷ ভালোবাসা জানানোর দিন৷

৩) চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি) এদিন সেলিব্রেট করা হয় চকোলেট ডে৷ গুচ্ছের চকোলেট নিয়ে হাজির হয়ে যান পার্টনারের কাছে৷ আর যদি আপনি চকোলেট বানাতে পারেন, তাহলে তো কথাই নেই৷ নিজের বানানো চকোলেট নিয়েই চমকে দিন তাকে৷

৪) টেডি ডে (১০ ফেব্রুয়ারি) অনেকে টেডি পছন্দ করে না৷ কিন্তু অনেকের আবার খুব প্রিয় এই বস্তুটি৷ যারা পছন্দ করেন, তাদের উপহার দিতেই পারেন টেডি৷ কিন্তু যারা পছন্দ করেন না, তাদের জন্য ভাবতে পারেন অন্য কোনও উপহারের কথা৷

৫) প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি) “কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার”৷ পারফেক্ট৷ এই দিনই তো প্রতিজ্ঞা করার দিন৷ ভালোবাসার কথা অভিব্যক্ত করার দিন৷

৬) হাগ ডে (১২ ফেব্রুয়ারি) প্রতিজ্ঞা করবেন আর একবার আলিঙ্গন করবেন না? তাও কি হয়? তাই তার জন্যও ধরা আছে একটি দিন৷ ১২ ফেব্রুয়ারি, হাগ ডে৷ কষে আলিঙ্গন করার দিন৷ একসঙ্গে কাটাতে পারেন এই দিনটি৷

৭) কিস ডে (১৩ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক আগের দিন৷ ঠোঁটে ঠোঁট রাখার দিন৷ কোনও এক রোম্যান্টিক মুহূর্তে পার্টনারকে হালকা চুমু খান৷ মনে করিয়ে দিন, “আজ তো কিস ডে৷ আমার ঠিক মনে আছে৷ ভুলিনি৷” পার্টনারের নেহাত খারাপ লাগবে নাষ

৮) ভ্যালেন্টাইন্স ডে (১৪ ফেব্রুয়ারি) এবার কাউন্টডাউন শেষ৷ শুভক্ষণ এসে গিয়েছে৷ রোম্যান্টিক কোনও ডিনার ডেটে যান প্রেমিক বা প্রেমিকার সঙ্গে৷ আজ শুধু আপনাদেরই দিন৷ শুধু চোখে চোখে নয়৷ মুখেও কথা বলুন এই দিন৷ যেভাবে পারবেন একে অপরের সঙ্গে সময় উপভোগ করুন৷ এরপর, বাকিটা আপনার উপর৷