অনেকেই আছেন যারা একের পর এক মিষ্টি খেতে ফেলতে পারবেন অনায়াসেই। কিন্তু তাই বলে কি না বিয়ের আশীর্বাদের মিষ্টি বাটি থেকে একটা একটা করে মিষ্টি তুলে খেয়ে নেবে? এমন বর দেখেছেন আগে কখনও? বছরের শুরু থেকেই অনেক মজার মজার বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তার মধ্য়েই এই ভিডিয়োটিও নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের।
যেখানে নতুন বর-কনেকে আশীর্বাদ করার জন্য থালা সাজানো হয়েছে। তাতে একটি বাটিতে মিষ্টি, ধান-দুর্ব্যা সমস্ত কিছু রাখা আছে। কিন্তু বরের নজর সেই মিষ্টি দু’টোর দিকে। নতুন কনে প্রথমে বরকে মিষ্টি খাইয়ে দিল। আর তারপরেই বর নিজে হাতে রসগোল্লা তুলে নিজের মুখে পুরে নিল। এই পর্যন্তও ঠিক ছিল। কিন্তু তারপরেই এমন কিছু করল, যা দেখলে আপনার হাসি থামবে না।
আরও পড়ুন: Viral Video: বিয়েবাড়িতে ঢুকে পড়ল ষাঁড়, তারপর যা হল…
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মালাবদলের আগে বর-কনেকে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে। প্রথমে কনে তার বরকে মিষ্টি খাওয়ায়। সেই মতোই বরেরও কনেকে খাইয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ঘটল তার উল্টো। নতুন কনেকে না খাইয়ে নিজেই খেতে লাগলেন একটার পর একটা। এখানেই শেষ নয়, আরও একটি মিষ্টি তুলে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুকেও খাইয়ে দিল। সবার সামনে বরের এমন কীর্তি দেখে কনের মুখ লজ্জায় লাল হয়ে যায়। সেখানে উপস্থিত থাকা সমস্ত অতিথিরা অবাক হয়ে যায়।
এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক ও কমেন্ট পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এমন পেটুক বর আমি আগে কখনও দেখিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “বর যে মিষ্টি খেতে করটা ভালবাসে, তা সে সবার সামনেই বুঝিয়ে দিল।”
আরও পড়ুন: Viral Video: হবু বরকে দেখতে পেয়েই উত্তেজিত কনে, ছুঁড়ে দিলেন Flying Kiss