আপনি নিশ্চয়ই ইন্টারনেটে এমন অনেক ভিডিয়ো দেখেছেন, যেখানে চিতাবাঘ অন্যান্য প্রাণী শিকার করছে। এছাড়াও, কুমিরকে সবচেয়ে বড় প্রাণী শিকার করতে দেখেছেন। কিন্তু কখনও কি চিতাবাঘকে কুমির শিকার করতে দেখেছেন? একটি ভিডিয়ো এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যাতে একটি চিতাবাঘ একটি কুমির শিকার করতে দেখা যায়। সেই শিকার করার কৌশল দেখলে আপনি চমকে উঠবেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ বড় গাছে উঠছে এবং সেখান থেকে সে সরাসরি নদীর দিকে ঝাঁপ দেয়। জলে সাঁতার কাটা কুমিরের উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘ তার মুখ দিয়ে কুমিরের চোয়াল চেপে ধরে তারপর কয়েকবার জলে ফেলে দেয়। কুমিরটিও হার মানার নয়। তাদের মধ্যে বেশ কিছক্ষণ করে লড়াই চলতে থাকে। আর চিতাবাঘটিও জলে ডুবে হাবুডুবু খেতে থাকে। কিন্তু ততক্ষণে চিতাবাঘটি কুমিরটির মাথায় এক কামড় বসিয়ে দিয়েছে। ভিডিয়োটিতে কিছুক্ষণের জন্য আপনি চিতাবাঘটিকে বসে থআকতে দেখবেন। তারপরে হঠাৎ সে কুমিরটিকে মুখে নিয়ে জলের উপরে উঠে আসবে।
আরও পড়ুন: Tomato Price: তরকারিতে দু’টো টমেটো! ঝগড়া করে সন্তান-সহ স্বামীর বাড়ি ছাড়লেন স্ত্রী
এই ভিডিওটি ইনস্টাগ্রামে __the__wyld নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ২০ হাজারের বেশি লাইক পেয়েছে। লোকেরা ভিডিওটিতে প্রচুর মন্তব্যও করছেন। চিতাবাঘের শিকারের দক্ষতার প্রশংসাও করেছেন নেটিজেনরা। ভিডিওটি দেখে বেশ অবাক সকলেই।
আরও পড়ুন: Teapot: সোনা-হিরেতে মোড়া বিশ্বের সবচেয়ে দামি চায়ের কেটলি, দাম শুনলে আঁতকে উঠবেন