Viral Video: Money worth 4 crore showered on Gujarati Folk singer Geeta Rabari

Viral Video: গানে মুগ্ধ হয়ে পল্লীগীতি শিল্পীর ওপর ‘টাকার বৃষ্টি’! ৪ কোটি টাকা উড়ল অনুষ্ঠান মঞ্চে

উড়ে আসছে শুধু টাকা। কোনওটা, ৫০ টাকার নোট, কোনওটা ১০০, কোনও তার চেয়ে বেশি, আবার কোন নোট ২০ টাকার। মুখের ওপর, মাথার ওপর, বাদ্যযন্ত্রের ওপর পড়ছে শুধু টাকা, আর তারই মাঝে গানের সুরে মাতাচ্ছেন পল্লীগীতি শিল্পি গীতা রাবারি। গুজরাটের কচ্ছে সদ্য আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান। সেখানের ভিডিয়ো গীতা নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যেখানে গীতাকে কেন্দ্র করে বর্ষণ হওয়া মোট টাকার অঙ্ক ৪ কোটি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে বসে গান গাইছেন গীতা রাবারি। নিজেই বাজাচ্ছেন হারমোনিয়াম। তাঁর চারিদিকে দাঁড়িয়ে বেশ কয়েক জন ব্যক্তি। তাঁদের প্রত্যেকের হাতেই রয়েছে টাকার বান্ডিল। তা থেকেই টাকা বের করে গায়িকার চারিদিকে ছুড়ে দেওয়া হয়েছে। গীতার চারিদিকে পড়ে রয়েছে রাশি রাশি নোট।

আরও পড়ুন: Viral Video: বিয়েবাড়িতে ঢুকে পড়ল ষাঁড়, তারপর যা হল…

ফোক, ভজন-সহ বিভিন্ন রকমের গান গেয়েছেন ওই গুজরাতি গায়িকার গান মুগ্ধ করেছিল উপস্থিত দর্শকদের। গুজরাতের ফোক গানে গীতা রাবারির উল্লেখযোগ্য অবদান রয়েছে। গোটা দেশেই রয়েছে তাঁর অগণিত ভক্ত।

গীতা রাবারিকে কচ্ছ এলাকায় সকলে ‘কচ্ছি কোয়েল’ নামে উল্লেখ করে থাকেন। তাঁর সুরের মুর্চ্ছনায় কার্যত ঘায়েল আট থেকে আশি! সদ্য তাঁর গাওয়া গান ‘রোমা সের মা’ খুবই জনপ্রিয়তা পেয়েছে। শুধু যে গীতার পল্লীগীতি বাজারে ব্যাপক জনপ্রিয় তা নয়, তাঁর গাওয়া একাধিক গান গোটা গুজরাটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই বিখ্যাত শিল্পী গীতা মঞ্চে উঠতেই দর্শককূল থেকে শুরু হয় অর্থ বর্ষণ। আর সেই অর্থ বর্ষণের ফলে মোট টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটিতে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই হয়েছে ভাইরাল।

আরও পড়ুন: Viral Video: হবু বরকে দেখতে পেয়েই উত্তেজিত কনে, ছুঁড়ে দিলেন Flying Kiss