Woman living on India-China border claims to be Goddess Parvati, wants to 'marry' Lord Shiva

Uttarakhand: শিবকে বিয়ে করতে চাই! ভারত-চিন সীমান্তে অবৈধ বসবাস ‘দেবী পার্বতীর’

নিজেকে পার্বতীর অবতার বলে দাবি করছেন। তিনি চান ভগবান শিবকে বিয়ে করতে। আর সেই কারণেই দিনের পর দিন হিমালয়ের ভারত-চিন সীমান্ত অবৈধভাবে বসবাস করছেন এক মহিলা।

হরমিন্দর কৌর নামে ওই মহিলা আদতে লখনউয়ের বাসিন্দা। কিন্তু পড়ে আছেন চিন-ভারত সীমান্তের কাছে নভিধাং বলে এক জায়গায়, যেখানে সাধারণের গতিবিধি নিয়ন্ত্রিত। বেআইনিভাবে বসবাস করা হরমিন্দরকেবুঝিয়ে-সুঝিয়ে ওখান থেকে ফিরিয়ে আনতে গিয়ে খালি হাতেই ফিরতে হল পুলিশের একটি দলকে। কেননা হরমিন্দর নভিধাং ছাড়তে চান না। নিজেকে দেবী পার্বতী বলে দাবি করে কৈলাস পর্বতের বাসিন্দা ভগবান শিবকে বিয়ে করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।

হরমিন্দর নাকি পুলিশকর্মীদের হুমকি দেন, তাঁকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি আত্মহত্যা করবেন, জানিয়েছেন পুলিশ সুপার লোকেন্দ্র সিং। তবে লোকেন্দ্র বলেছেন, “আমরা ঠিক করেছি, আরও বড় টিম পাঠিয়ে তাঁকে প্রয়োজনে জোর করেই ধরচুলায় নামিয়ে আনব।

আরও পড়ুন: কি লজ্জা! মালাবদলের সময় খুলে গেল বরের পাজামা, তারপর?

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধারচুলার এসপিএম থেকে মাত্র ১৫ দিনের অনুমতি নিয়ে গাঞ্জিতে গিয়েছিলেন ওই মহিলা। গত ২৫ মে তাদের সেখানে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও এই বিশেষ এলাকা ছেড়ে যেতে মহিলা অস্বীকার করেছেন। পুলিশ কর্তারা জানিয়েছেন প্রথম দফায় গুই সাব-ইন্সপেক্টর ও একজন পরিদর্শকসহ তিন জন পুলিশ কর্মীকে পাঠান হয়েছে মহিলাকে নামিয়ে আনার জন্য। কিন্তু তারা খালি হাতে ফিরে এসেছে। এরপর গাঞ্জিতে ১২ জনের একটি দল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই দলে চিকিৎসক রাখারও পরিকল্পনা রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, মহিলার মানসিক সমস্যা রয়েছে। কারণ তিনি নিজেকে দেবী পার্বতীর অবতার বলে দাবি করছেন। আর ভগবান শিবকে বিয়ে করার জন্যই সেখানে গিয়েছেন বলে জানিয়েছেন । গাঞ্জি কৈলাস-মানসরোবরের পথে পড়ে। এই এলাকা ভারতের। কিন্তু চিন সীমান্ত এখান থেকে খুব দূরে নয়।

আরও পড়ুন: OMG! এক পিস আলুর চিপসের দাম ১ লাখ ৬৩ হাজার!