অগাস্টের শেষপ্রান্তে খামখেয়ালি রূপ দেখিয়েছিল বর্ষা। আর সেপ্টেম্বরের শুরু থেকেই তাণ্ডবনৃত্য করছে সে। বিশেষত পূর্ব এবং মধ্য ভারত ভাসাচ্ছে সেপ্টেম্বরের বৃষ্টি। নিত্য নতুন ঘূর্ণাবর্তের জেরে ভারী দুর্যোগ চলছে একাধিক রাজ্যে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একাধিক রাজ্যে বর্ষার রেড অ্যালার্ট জারি করেছে IMD।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা- বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারফলে রবিবার হালকা বর্ষণ হলেও, সোমবার থেকে তেড়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে আবহাওয়া দফতর জানিয়েছিল, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। যার জেরে ওডিশা এবং অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টি হবে। মধ্য ভারত জুড়েই বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। কিন্তু, পূর্বাভাস ছাপিয়ে বৃষ্টিপাত হচ্ছে চলতি সপ্তাহে।
IMD সূত্রে জানা যাচ্ছে, পূর্ব মধ্য প্রদেশ জুড়ে নাগাড়ে ভারী বৃষ্টি চলবে সপ্তাহের বাকি দিনগুলিতে। আগামী তিন থেকে চারদিন পশ্চিম মধ্য প্রদেশ এবং গুজরাটেও ভারী বৃষ্টি হবে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব ওডিশাতে ঘূর্ণাবর্ত বজায় রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। যার প্রভাব চলবে আগামী তিন থেকে পাঁচদিন পর্যন্ত।
আরও পড়ুন: KMC: কলকাতা পুরসভায় ধুন্ধুমার! মেয়রের সামনেই হাতাহাতি শাসক-বিরোধী কাউন্সিলরদের