Digha Jagannath Temple: cm mamata banerjee announces inauguration of digha jagannath mandir on akshay tritiya 2025

Digha Jagannath Temple: দিঘায় কবে খুলবে জগন্নাথ মন্দিরের দরজা? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতবছরের ডিসেম্বরেই নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এ’কথা জানিয়েছিলেন মমতা, বুধবার শিল্প সম্মেলন থেকে ফের একবার সে’কথাই জানালেন মুখ্যমন্ত্রী!

২০১৯ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোভিড পর্ব কাটিয়ে ২০২২ সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। প্রায় ২২ একর জমির উপর তৈরি হয়েছে মন্দিরটি। গত বছরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছর থেকে রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে।

গত বছরের ১১ ডিসেম্বর দিঘা সফরে এসে নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের এপ্রিলের মধ্যেই মন্দিরের দরজা আমজনতার জন্য খুলে দেওয়া হবে। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সেই প্রতিশ্রুতি মতোই মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, দিঘার এই জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে। প্রায় ২২ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল ও বিরাট মন্দির চত্বর। যার জন্য খরচ করা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

সূত্রের দাবি, ওডিশার পুরীর মন্দিরের নিয়ম ও প্রথা মেনেই দিঘার জগন্নাথ মন্দিরেও রথযাত্রার আয়োজন করা হবে। প্রত্যেক বছর রথযাত্রার সময় পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয়। দিঘার জগন্নাথ মন্দিরেও সেই প্রথা পালন করা হবে। এমনকী, এই সোনার ঝাঁটা তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দান করবেন বলেও জানিয়েছিলেন।

আগামী দিনে দিঘার মন্দির পরিচালনার কাজ যাতে সুষ্ঠুভাবে সারা সম্ভব হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই একটি অছি পরিষদ বা ট্রাস্টি বোর্ড গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব। এছাড়াও রয়েছেন চারজন হিন্দু প্রতিনিধি, পুরীর মন্দিরের পাঁচ প্রতিনিধি এবং স্থানীয় চারজন পুরোহিত।

মুখ্যমন্ত্রী এদিন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে জানান আগামী ২৯ এপ্রিল ২০২৫-এ উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি প্রভু জগন্নাথের ভক্তবৃন্দ।