At least 6 people killed in kanchanjungha express accident

Kanchanjungha Express কাঞ্চনজঙ্ঘার পিছনে মালগাড়ির ধাক্কা, মৃত কমপক্ষে ৬

সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানিতে ঘটে দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। চলছে উদ্ধারকাজ।

দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাঙাপানি স্টেশনে ঢোকার আগে সিগন্যালের কাণে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময়ে ওই লাইনেই ঢুকে পড়েছিল মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি যাত্রিবাহী ট্রেনে ধাক্কা মারে। একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। মালগাড়িটিও লাইনচ্যুত হয়।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গ্যাসকাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে NDRF টিম নিয়ে আসা হয়েছে উদ্ধারকার্যের জন্য। এনবিএসটিসি ১০ টি বাস যাত্রীদের নিতে ঘটনাস্থলে যাচ্ছে। ৫০টির বেশি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে আহত যাত্রীদের উদ্ধারের জন্য।

রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশনে (NFR) দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথ সমন্বয়ে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।