দেবের (Dev) বিরুদ্ধে একটি কুৎসামূলক অডিও ক্লিপ সোসাইল সাইটে ভাইরাল হওয়ায় প্রবল ক্ষুব্ধ তারকা সাংসদ।
দেবের ঘনিষ্ঠমহলের দাবি, তাঁকে হেনস্তা করতে পরিকল্পিতভাবে তাঁর এক বিরোধী এই কাজ করেছেন, তারপর পরিকল্পনামাফিক সেটি বাজারে ছাড়া হয়েছে। যদিও অডিওতে দেবের গলা নেই। দেব গোটা বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন।
ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, ‘গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।’ এই ‘উনিটা’ আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায় ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।’
ঘাটাল তৃণমূল সাংসদ দেবকে সংবাদ মাধ্যমের তরফে বলা হয়, ‘আপনার একটা অডিও ভাইরাল হয়েছে। বলছে ৩০ শতাংশ কমিশন চাইছেন দেব! আপনার দলেরই নেতা বলছেন!’ কথার সাপেক্ষে পাল্টা প্রশ্ন তোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। প্রশ্ন তোলেন, ‘কাকে বলেছে?’ এরপর সংবাদ মাধ্যমের তরফে ক্লিপের কথা মনে করিয়ে বলা হয়, ‘দিদিকে বলেছে, দিদিকে…’। এবার এই কথা থেকেই সুর টেনে যবনিকা টানেন দেব। স্পষ্ট বলেন, দিদির জবাব দেওয়া উচিত। এদিকে ততক্ষণে তিনি গাড়িতে উঠছেন। একরাশ দাঁড়ির মাঝে তখন চেনা হাসিটা অটুট। হেসেই বলেন,যেই অডিও ক্লিপটা বেরিয়েছে, সেটা আমার মনে হয়, ও, দিদিকে বলতে চাইছে…আমার মনে হয়, দিদি আর ওনার মধ্যে কথা হয়েছে। দিদি উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।
দেবের ভাই বিক্রম অধিকারী বলেছে ‘দাদা কোনওদিন কারও কাছে কাটমানি নেননি। তিনি কারও কাছে হাত পাতেননি। তিনি সাহায্য করেন মানুষকে। তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর নাম ভাঙিয়ে কাটমানি নেওয়া হচ্ছে। দাদা এসব কিছু জানেন না। তৃণমূলের লোকরাই দাদার নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছে।’
https://www.thenewsnest.com/west-bengal-corruption-allegation-against-tmc-mp-dev-audio-clip-goes-vira/