Durga Puja Weather Updates

Puja: ভরা পুজোয় ভিজতে হবে এই দিনগুলিতে, জানাল হাওয়া অফিস

ভরা পুজোয় ফের ভিজবে কি কলকাতা ? শেষে নতুন জামাকাপড় পরে ছাতা নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে ? যাবতীয় জল্পনায় ইতি টেনে রাজ্যের কোন কোন জেলা বৃষ্টিতে ভিজতে পারে,  পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office)।

আবহাওয়াবিদ বলেছেন, আজকে উত্তর-পূর্ব ভারত তথা উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা রিজিয়ন থেকেই  বর্ষা বিদায় নিয়েছে। আমাদের রিজিয়নে বাংলাদেশের পূর্ব দিকের একাংশে ঘূর্ণাবর্ত রয়েছে। যার দরুন উপকূলবর্তী এলাকা কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। ছোট ছোট বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। বিশেষ করে নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার দিকে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান মূলত দক্ষিণ-পূর্ব দিকে। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সন্নিকটে। এই পরিস্থিতিটা কয়েকদিন থাকবে। ২০ তারিখ নাগাদ, বঙ্গোপসাগরের মধ্যভাগে একটা নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। আগামীকাল থেকে এটা পরিস্কার হয়ে যাবে। ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেই জানালেন তিনি।  তবে ২৩ এবং ২৪ তারিখে সম্ভাবনা রয়েছে। হালকা ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী ২ থেকে ৩ দিন, খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে তৃতীয় এবং চতুর্থদিনের পর দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। কলকাতায় আজকে মেঘলা আকাশ এবং আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে।