২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন তিনি। এদিন পর্ষদ সভাপতিজানিয়ে দেন যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। রীতি অনুযায়ী ‘প্রথম ভাষা’ বিষয়ের উপরই হবে প্রথম পরীক্ষা। আগামী বছরের শেষ পরীক্ষা হবে ৪ মার্চ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২ সালের পঞ্চম পরীক্ষা। সেদিন হবে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানের পরীক্ষা। ২০২৩ সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হবে ২ মার্চ। ৩ মার্চ হবে সপ্তম পরীক্ষা। বিষয় ফিজিকাল সায়েন্স বা পদার্থবিজ্ঞান। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। সেদিন পরীক্ষার্থীরা নিজেদের ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা দেবেন।