Maldah Blast

Maldah Blast: ইংরেজবাজারে বাজির গুদামে আগুন, ঝলসে মৃত ২

মালদহে বাজির গুদামে আগুন। বিস্ফোরণের পর আগুন ধরে যায় গুদামে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত তিন জন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে আরও এক জনের মৃত্যু হয়। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি এগরা এবং বজবজের পর মালদহের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পৌরবাজারে বাজির দোকানটি অবস্থিত। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। প্রত্যেকেই প্রথমে ভাবেন কোথাও বোমাবাজি হচ্ছে। পরে যদিও জানা যায় দোকানের সামনে বেআইনি কার্বাইড বিস্ফোরণ হয়। তা থেকে আগুন লেগে যায়।

পাশের আট-দশটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু হয়। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে দু’জনের। জানা গিয়েছে, সম্ভবত তাঁরা পেশায় ভ্যানচালক। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩ জন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল ঘিরে রেখেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। আগুন নেভানোর পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানান তিনি।

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় অনুরূপ বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায়, ২১ মে কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণ হয়। সোমবার বীরভূমের দুবরাজপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। বাড়িতে মজুত রাখা বোমা থেকে বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। তবে কারও মৃত্যু হয়নি।