Mamata Banerjee Postpone Three Days Darjeeling Tour

Mamata Banerjee : ৩ দিনের দার্জিলিং সফর বাতিল মমতার, কী কারণে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

তিনদিনের পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল তাঁর। এদিন সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রীর দফতর দার্জিলিং জেলা প্রশাসনকে মমতার সফর বাতিলের কথা জানিয়ে দেয়। তবে শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে যাবেন বলে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জেলা প্রশসানকে জানানেো হয়েছে।

একাধিক কর্মসূচি নিয়ে সোমবার থেকে চারদিনের দার্জিলিং সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বাগডোগরা হয়ে দার্জিলিং যাওয়ার সূচি ছিল। পাহাড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার পাশাপাশি বুধবার শিল্প সম্মেলনে যোগ দিতেন মুখ্যমন্ত্রী। এবার পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) হবে।

সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়েছিলেন। পাহাড়ের দলগুলিও তাঁর সঙ্গে দেখা করে কথা বলার জন্য আগ্রহী। এমনকী বিমল গুরুংও (Bimal Gurung) তাঁর সঙ্গে দেখা করতে পারেন, এমনটাও শোনা যাচ্ছিল।

কেন হঠাৎ মমতার এই সফর বাতিল? মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে নবান্ন সূত্রে খবর, ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। শনাক্তকরণের পর সেখান থেকে দেহ এসে রাজ্যে পৌঁছচ্ছে। সেই কাজে তদারকি করার জন্য পাহাড় সফর বাতিল করেছেন মমতা।

কারও আবার দাবি, এদিন সকালে কলকাতা বিমানবন্দরে বিদেশযাত্রা থেকে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণেই সফর বাতিল করে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।