Mamata Banerjee Refuses To Sit On Dais After 'Jai Shri Ram' Slogans Raised At Vande Bharat Event

Mamata Banerjee : বন্দে ভারতেও ‘জয় শ্রী রাম’ স্লোগান, মঞ্চে উঠলেন না মমতা

ভিক্টোরিয়ার ঘটনারই পুনরাবৃত্তি বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান ‘বন্দে ভারত এক্সপ্রেস’ অনুষ্ঠানের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ‘জয় শ্রী রাম’ (Jai Shri Ram)স্লোগান। আর তারপরই মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঞ্চের পাশেই একটি চেয়ার বসে থাকলেন তিনি। সেখান থেকেই প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেন। করলেন বন্দে ভারতের উদ্বোধনও।

মায়ের প্রয়াণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। ভার্চুয়ালি ছিলেন তিনি। উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঞ্চে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস. ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সকাল সাড়ে ১১টার কিছুটা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে আসেন।  সেসময়ে  দর্শক আসনে বসে থাকা বিজেপির কর্মী সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishna) স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। রেলের আধিকারিকরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর দেখা যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose) মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন, তাঁকে কিছুটা বোঝানোর চেষ্টা করেন। দৃশ্যত তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তারপরও দেখা যায়, মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের বাম দিকে একটি চেয়ারে বসেন তিনি।