সোমবার কলকাতায় ৮৪ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী আছড়ে পড়ে বিকেল ৫ঃ৪১ মিনিট নাগাদ। ৩ মিনিট দমকা এই ঝড় স্থায়ী হয়। উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় ৮৪ কিলোমিটার গতিবেগে কলকাতা অতিক্রম করে।এরপর সন্ধ্যা ছ’টা নাগাদ দমদমেও কালবৈশাখী তাণ্ডব চালায়। পশ্চিম দিক থেকে ৬২ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে এক মিনিট স্থায়ী হয় কালবৈশাখী।
ঝড়ের জেরে বেলেঘাটা, মণীন্দ্র কলেজের সামনে, পটারি রোড, ভিক্টোরিয়া, ময়দান, জাদুঘর, লেক কালীবাড়ি, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, খিদিরপুরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে।
কালবৈশাখীর তাণ্ডব শুধু কলকাতায় নয়, গোটা রাজ্য জুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি। কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনাতেও প্রবল ঝড়। বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। অবরূদ্ধ হয়ে যায় রাস্তা। রাস্তায় তীব্র যানজট। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়।
এদিকে কালবৈশাখীর জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটে। ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। শ্য়ামনগর ও কাঁকিনাড়ার মাঝে ওভারহেডে তারে গাছের ডাল পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। শ্যামনগর, নৈহাটি লাইনেও ঝড়ের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
হাওড়া ডিভিশনে চন্দননগর, কোন্ননগর এলাকায় রেললাইনে গাছের ডাল ভেঙে পড়ে। হাওড়া-ব্যান্ডেল সেকশনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।