- আনিস খানের (Anis khan) বাড়িতে আইন মেনে তল্লাশি চালানো হয়নি ।
হাই কোর্টে রাজ্যের তরফে এমনটাই জানালেন অ্যাডভোকেট জেনারেল। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির প্রয়োজন বলেও মন্তব্য করা হয়েছে রাজ্যের তরফে।
মঙ্গলবার আদালতে এজি এও বলেন, ‘পুলিশের কোনও উদ্দেশ্যে ছিল না আনিসকে মারার। আনিসের পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।’ তবে যে ভাবে পুলিশি তল্লাশি চালানো হয়েছে সেটাও সঠিক হয়নি বলে সওয়াল করেন তিনি। পাশাপাশি, আনিস হত্যা মামলা নিয়ে তিনি এও বলেন, ‘কোনও প্রভাবশালী ব্যক্তির নাম এই কাণ্ডে উঠে আসেনি। তাই তদন্ত প্রভাবিত করারও কোনও প্রশ্ন নেই।’
এজির বক্তব্য অনুযায়ী, খুনের জন্য পুলিশের কোনও মোটিভ নেই। এমনকী আনিসকে ব্যক্তিগতভাবে কেউ চিনতেনও না। তাঁর কথায়, আনিসের বিরুদ্ধে পকসো ধারায় একটি মামলা ছিল। হিজাব সংক্রান্ত পোস্ট নিয়েও একটি জটিলতা ছিল। ঘটনার দিন আনিসকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। সম্ভবত সেই সময় পালানোর চেষ্টা করেন আনিস।
আনিসের বাবা সালেম
খান এদিন সংবাদমাধ্যমের সামনে সাফ জানিয়ে দেন, ‘পুলিশই আমার ছেলেকে খুন করেছে। পুলিশ কোনওদিন আসেনি। সেদিনই এল। একজন পুলিশ সেদিন আমার বুকে বন্দুক ঠেকিয়েছিল। বাকি তিনজন তিনতলার উপরে উঠে গিয়ে মারধর করে উপর থেকে ফেলে দিল।সেই ফেলার শব্দ পেয়ে আমি দেখলাম, আমার আনিস। আমি তাকে জড়িয়ে ধরে আমার বড় ছেলেকে ডাকলাম।’
এদিন হাই কোর্টে এজি জানিয়েছেন, তল্লাশির ক্ষেত্রে পুলিশকে যা নিয়ম মানতে হয়, এক্ষেত্রে তা মানা হয়নি। ফলে ওই তল্লাশির ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীদের শাস্তির কথাও বলেছেন তিনি। এই ঘটনার জন্য অ্যাডিশনাল এসপিকে প্রশ্নের মুখেও পড়তে হবে বলেই আদালতে বলেন অ্যাডভোকেট জেনারেল।