ভ্যাপসা গরম থেকেও সামান্য স্বস্তি পাওয়া যেতে পারে রবিবার। এদিন কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিকেলের দিকে বদলে যেতে পারে আবহাওয়া।
রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গল ও বুধবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যু-সহ ঝড় বৃষ্টি। হালকা থেকে মাঝারি সব জেলাতে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রপাত, শিলা বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে। হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় এবং মঙ্গল-বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বিহার থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত থাকবে সোমবারের পর থেকে। আরও বেশি সক্রিয় হবে তখন। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এই জলীয় বাষ্প বেশিরভাগ উত্তরবঙ্গ ও সিকিমের দিকে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিমের বাতাসে ভর করে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।