Shoot Out At North 24 Pargana

Shoot Out: প্রাক্তন স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব, ‘না’ শুনেই গুলি চালাল যুবক

নিজের প্রাক্তন স্ত্রীকেই দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চেয়েছিল স্বামী। স্বামীর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁ থানার মালঞ্চের মৌলি এলাকায়।

জানা গিয়েছে, মালঞ্চ মৌলির বাসিন্দা রুকসানা পারভিনের সঙ্গে বিয়ে হয়েছিল বসিরহাটের ষোলাদানা এলাকার বাসিন্দা রবিউল সর্দারের। বিয়ে বছর তিনেক আগে হলেও বিচ্ছেদ হয়ে যায় মাস চারেক আগে। খবর, দিন দশেক আগে রবিউল ফের বিয়ের প্রস্তাব দেন রুকসানাকে।

যুবতী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবক বারবার খুনের হুমকি দিত বলে অভিযোগ। রবিবার ফের যুবক গিয়েছিল যুবতীর বাবার বাড়ি। বিয়ের প্রস্তাব দিলে রুকসানা না বলায় ওই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর ৩টি গুলি চালায়। যুবতীর ডান হাতে লাগে গুলি।

গুলিবিদ্ধ হওয়ার পরে যুবতীর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় আরজি কর হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন যুবতী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।