Suicide: Young man committed suicide by hanging his girlfriend on a video call in Baruipur

Suicide: গরিব বলে বিয়ের প্রস্তাব নাকচ, প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী দিনমজুরের

প্রেমিকাকে ভিডিয়ো কল (Video Call) করে গলায় দড়ি দিয়ে আত্মহত্য়া করল এক যুবক। ঘটনাটি ঘটেছে বারইপুর থানার অন্তর্গত বনবেড়িয়া গ্রামে। মৃত যুবকের নাম রাকেশ মণ্ডল (১৮)। পেশায় দিনমজুর।

মৃতের পরিবার সূত্রে খবর, বিগত প্রায় আড়াই বছর ধরে রাকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পাশের পাড়ার এক মেয়ের। কিন্তু, প্রায়শই তাঁদের মধ্য়ে নানা বিষয় নিয়ে ঝামেলা হত। আবার তা মিটেও যেত। কিন্তু, সম্প্রতি তাঁদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়। কিন্তু তা মিটছিল না। এমনকী রাকেশের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল মেয়েটির পরিবারের।

মৃত যুবকের পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে রাকেশ খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যায়। তারপর ভিডিয়ো কলের মাধ্যমে প্রেমিকার সঙ্গে কথা বলতেও শুরু করে। এরমধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। পরিবার সূত্রে খবর, যখন এ ঘটনা ঘটে তখনও চলছিল ভিডিয়ো কল।

কিছু সময়ের মধ্যেই রাকেশের ঝুলন্ত দেহ উদ্ধার দেখতে পান পরিবারের সদস্যরা। খবর যায় বারুইপুর থানায়। শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃতের মামা বলেন, “দীর্ঘদিন থেকেই ওদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। কাল মেয়েটার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিল ও। তখনই ছেলেটা গলায় দড়ি দিয়ে দেয়। মেয়েটাই তখন ওর বন্ধুবান্ধবদের ফোন করে ঘটনার কথা জানায়। আসলে মেয়েটার বাড়ির লোক ছেলেটার সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। বলতো ছেলেরা গরিব। তাই এই বাড়িতে মেয়েকে পাঠানো যাবে না।”