Two lady youtubers attcked in Rahara by miscreants

রহড়ার রাস্তায় দুই ইউটিউব শিল্পীকে গরম রডের ছ্যাঁকা, বেধড়ক মার

সম্প্রতি রসগোল্লা নামে একটি গান ইউটিউবে আপলোড করেন দুই মহিলা শিল্পী শ্রী ভদ্র এবং সন্নটি মিত্র৷ কয়েকদিনের মধ্যেই সেই গানের ভিউ লক্ষাধিক ছাড়িয়ে যায়৷ যদিও ওই ভিডিও অশ্লীল বলে ইউটিউবের কমেন্ট বক্সে বেশ কয়েকজন দুই শিল্পীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ৷ ভিডিও সরিয়ে না নিলে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়৷

কেবল হুশিয়ারিতে সবটা মেটেনি। রাস্তার উপরেই দুই মহিলা শিল্পীর উপরে হামলা চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ রাস্তার উপরেই দুই মহিলা শিল্পীকে গরম রডের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ৷ একজনের মাথাতেও আঘাত করা হয়৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার খড়দহে৷

এই হুমকিকে প্রথমে আমল দেননি দুই শিল্পী৷ বরং গানের সাফল্য উদযাপনে রবিবার উত্তর চব্বিশ পরগণার দোপেরে এলাকায় এক বন্ধুর বাড়িতে একটি পার্টির আয়োজন করেন তাঁরা৷ ফেসবুক লাইভ করে সেকথা আগেভাগে জানিয়েও দেওয়া হয়৷রবিবার সন্ধ্যায় দোপেরে এলাকায় পৌঁছন শ্রী এবং সন্নটি৷ অভিযোগ, গাড়ি থেকে নামা মাত্রই গলি থেকে বেরিয়ে এসে দুই যুবক তাঁদের উপরে চড়াও হয়৷ দুই হামলাকারীরই মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন আক্রান্ত দুই ইউটিউবার৷ গরম রড জাতীয় কিছু দিয়ে দু’জনকে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ৷ শ্রী ভদ্রের ডান হাত এবং বুকে আঘাত করা হয়৷ সন্নটি মিত্রের মাথায় আঘাত করেন দুষ্কৃতীরা৷হামলা চালানোর পর দুই অভিযুক্তই বাইকে চেপে পালিয়ে যায়৷

কে বা কারা ঠিক এই ঘটনার নেপথ্যে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কেনই বা তাদের এমন রাগ। ইউটিউবে এমন হাজার কন্টেন্ট রয়েছে। এই দুই শিল্পী যে প্রথা ভেঙে প্রথম কিছু করছেন তা নয়। বিষয়টি বহু ইউটিউবারকে ভাবাচ্ছে।