Vande Bharat Metro From Howrah To Run Till Azimgunj And Bhagalpur Claims

Vande Bharat: বন্দে ভারত এবার লোকাল ট্রেন! হাওড়া থেকে ছাড়বে দুটি

বন্দে ভারত এ বার চলবে লোকাল রুটেও। প্রতি স্টেশনে দাঁড়িয়ে যাত্রী তুলবে। তার পর তাঁদের দ্রুত পৌঁছে দেবে গন্তব্যে। শহরতলি আর শহরকে এক সুতোয় জোড়া সাবার্বান রুটে নিয়মিত চলবে এই পরিষেবা।রাজ্যে চালু হচ্ছে দু’টি বন্দে ভারত মেট্রো ট্রেন। লোকাল ট্রেনের লাইনেই ছুটবে এই অত্যাধুনিক ট্রেনগুলি। এই ট্রেনে ৮টি করে কোচ থাকবে।

হাওড়া থেকে আজিমগঞ্জ যেতে পারে প্রস্তাবিত দু’টির মধ্যে একটি বন্দে ভারত মেট্রো। এই ট্রেনটি ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশনে দাঁড়াতে পারে। তাছাড়া অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খড়গঘাট স্টেশনে ট্রেনটি দাঁড়াতে পারে। ট্রেনটি সকালে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশে যাবে। পরে সন্ধ্যায় সেটি হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে ফিরে যাবে। রবিবার ছাড়া আজিমগঞ্জ থেকে ৬ দিন এই ট্রেন চলার কথা। হাওড়া থেকে শনিবার ছাড়া বাকি ছ’দিন এই ট্রেন ছোটার কথা।

জানা গিয়েছে, সকালে ৭টা ৫ মিনিটে এই ট্রেন ছাড়বে আজিমগঞ্জ থেকে। এরপর এটি সকাল ৮টা ২৫ মিনিটে কাটোয়া পৌঁছবে। সেখান থেকে ৮টা ২৭ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টা ১৮ মিনিটে পৌঁছবে ব্যান্ডেল জংশনে। সেখানে দু’মিনিট দাঁড়িয়ে ১১টা ২০ মিনিটে হাওড়া এসে পৌঁছবে ট্রেনটি।

ফিরতি পথে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে রওনা দেবে ট্রেনটি। ব্যান্ডেলে গিয়ে সেই ট্রেনটি পৌঁছবে ৭টা ৩৮ মিনিটে। ৭টা ৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছেড়ে কাটোয়া পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে। সেখানে দু’মিনিট দাঁড়িয়ে আবার ছুটবে ট্রেনটি। এরপর রাত ১০টা ৫৫ মিনিটে সেটি গিয়ে আজিমগঞ্জে পৌঁছবে।

অপর বন্দে ভারত মেট্রো ট্রেনটি হাওড়া-ভাগলপুর রুটে ছুটতে পারে। এই ট্রেনটি দাঁড়াতে পারে সাহেবগঞ্জ, বরহাড়ওয়া, আজিমগঞ্জ জংশন, কাটওয়া, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খড়গঘাট, ব্যান্ডেলে দাঁড়াতে পারে। এই ট্রেনটি ভাগলপুর থেকে বুধবার ছাড়া বাকি ৬ দিন ছাড়বে। এছাড়া মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি ছ’দিন ট্রেনটি হাওড়া থেকে ছুটবে।