wbbse madhyamik result 2024 results declared

Madhyamik Result 2024: মাধ্যমিকে জেলার জয়, প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক ফলাফল(Madhyamik Result 2024)। এ বার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন। মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ।

প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)। দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর পেয়েছে সাম্যপ্রিয়। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল। তিনজনের প্রাপ্ত নম্বর ৬৯১।

৬৯০ (৯৮.৫৭ শতাংশ) পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে তপজ্যোতি মণ্ডল।৬৮৯ পেয়ে পঞ্চম স্থানে অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।৬৮৮ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ৪ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা। মালদহের মহম্মদ সাহারুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু, মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের ছাত্র। দক্ষিণ ২৪ পরগণার অলিভ গায়েন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
৬৮৭ পেয়ে সপ্তম স্থানে কোচবিহারে আসিফ কামাল মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাইস্কুলের পড়ুয়া। অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাইস্কুল। সাত্যদা দে, বালুরঘাট হাইস্কুল। বীরভূমের আরত্রিক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপমকুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল। নদিয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।

নবম স্থানে দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল। অস্মিতা চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর বাউল পরমেশ্বর হাইস্কুল। বিশালচন্দ্র মণ্ডল, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। আমিনুল ইসলাম, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। চন্দ্রদীপ দাস, সাঁইথিয়া টাউন হাইস্কুল। অরুণিমা চট্টোপাধ্যায়, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। অন্বেষা ঘোষ, ঝাড়ঘ্রাম রানি বিনোদমঞ্জরী গার্লস হাইস্কুল। ধৃতিমান পাল, মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুল। সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষামন্দির। সাগর জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির। সাগ্নিক ঘটক, বিবেকান্দ মশন আশ্রম শিক্ষায়তন। জিষ্ণু দাস, চাকদহ রামলাল অ্যাকাডেমি। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সায়নদীপ মান্না, শ্যামপুর হাইস্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন, প্রাপ্ত নম্বর ৬৮৫ (৯৭.৮৬ শতাংশ)।