Weather Update: South Bengal likely to see heavy rainfall

Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে! আসছে কাঁপিয়ে বৃষ্টি

মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে।বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত। মঙ্গলবারের মধ্যে তৈরি হবে নিম্নচাপ। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে। মঙ্গল-বুধবার পর্যন্ত বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে আজ একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। রবিবারে এই ঘূর্ণাবর্ত মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ ওড়িশা। কর্ণাটক কোমরিন এবং তামিলনাড়ুতে রয়েছে আরো তিনটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে মধ্য ভারতের বিদর্ভ থেকে দক্ষিণ ভারতের কর্ণাটক পর্যন্ত।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম হবে। স্বাভাবিক বা তার নিচে থাকবে বর্ষার বৃষ্টি র পরিমাণ। উপরের দিকে বিক্ষিপ্তভাবে  হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।

আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টি।মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে বুধ বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা কমবে দু’তিন ডিগ্রি সেলসিয়াস।