২০২৫-এ পা রাখতে না রাখতেই পারদ পতন কলকাতায়। ১৭ থেকে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ৭২ ঘণ্টায় আরও জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। সেই তুলনায় বুধবার তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি কমেছে। বুধের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.২ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ নতুন বছরের প্রথমেই ফিরছে শীতের চেনা ছন্দ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে।
বুধবার ভোরে বঙ্গের সব জেলাতেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। উলুবেড়িয়ায় ১১.৬ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৩.৩ ডিগ্রি, মেদিনীপুর ও দীঘায় ১৩ ডিগ্রি, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি, বর্ধমানে ১১ ডিগ্রি, আসানসোলে ১১.৪ ডিগ্রি, কল্যাণীতে ১১.৫ ডিগ্রি, পুরুলিয়ায় ৭.৬ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ৯.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। উত্তরের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিঙে (৫.৬ ডিগ্রি)।
কালিম্পঙের তাপমাত্রা ছিল পুরুলিয়ার চেয়ে বেশি (৯.৩ ডিগ্রি)। আগামী ২৪ ঘণ্টায় বঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। বৃহস্পতির ভোরে ১২-১৩ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা! পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও পাল্লা দিয়ে কমতে পারে।
আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশায় মোড়া থাকবে। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।