Nairobi fly is new panic in west bengal, people are said not be panicked by doctors

বাংলার বেশ কয়েকটি জেলায় ভয় ধরাচ্ছে নাইরোবি ফ্লাই, জানুন কি পরামর্শ চিকিৎসকদের

একা করোনায় রক্ষা নেই, নাইরোবি ফ্লাই (Nairobi Fly) (Acid fly) দোসর! আপাতত পাহাড় (hills) ও লাগোয়া সমতলে (plains) যে হারে নাইরোবি ফ্লাইয়ের ‘জ্বালা বাড়ছে’ (burning), তাতে অচিরেই এই প্রবাদ সত্যি হয়ে উঠবে। আশঙ্কা বিশেষজ্ঞমহলের। এমনিতেই বর্তমানে যে পরিবেশ ও আবহাওয়া রয়েছে, তা পোকাটির বংশবিস্তারের পক্ষে অনুকূল। তার উপর করোনার (corona) বাড়বাড়ন্ত। দুইয়ের দাপটে প্রমাদ গুণতে শুরু করেছেন অনেকেই।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ক্রমেই বাড়ছে নাইরোবি ফ্লাইয়ের প্রকোপ। ফের ধূপগুড়িতে অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ ২। এই নিয়ে দু’দিনের মধ্যে ধূপগুড়ি শহরের পাঁচ জন পোকার কামড়ে আক্রান্ত। পোকার আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গবাসীদের মধ্যে।

বুধবার আলিপুরদুয়ারে নাইরোবি ফ্লাই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন ৮ জন। কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে পোকাটি৷ আক্রান্ত হয়েছেন খোদ জেলা পরিষদের সভাপতি শীলা দাসের ছেলেও৷

নাইরোবি ফ্লাইয়ের সংস্পর্শে এলে আক্রান্তের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঝলসে যায়৷ যদিও এই পোকা কামড়ায় না৷ পতঙ্গ বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাইরোবি ফ্লাইয়ের দেহ থেকে পেরিডিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়৷ যা চামড়া বা ত্বককে পুড়িয়ে ফেলে৷ শরীরে চাকা চাকা ফোস্কা হয়৷ সঙ্গে গা-হাত-পা ও মাথায় ব্যথা এবং জ্বর হয়৷ সুদূর কেনিয়ার নাইরোবিতে বিশেষত এদের দেখা যায়৷ তবে বাংলায় এরা অ্যাসিড পোকা নামে পরিচিত৷ এই পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে আশেপাশে থাকা পার্থেনিয়াম গাছ বা জঙ্গল কেটে ফেলতে হয়৷

চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ

  • ফুল-হাতা পোশাক পরে থাকতে হবে।
  • মশারি টাঙিয়ে ঘুমোতে হবে।
  • পোকার উপদ্রব ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
  •  জানালা বন্ধ রাখতে হবে বা নেট লাগাতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই এগোচ্ছে পুরসভা। একেই ডেঙ্গির সংক্রমণ ঠেকাতে শহরজুড়ে স্প্রেয়িং করছে পুরসভা। নাইরোবি ফ্লাইয়ের হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই অযথা প্যানিক না করার পরামর্শই দেওয়া হচ্ছে৷