Bhangar: CBI reaches Bhangar as Documents allegedly set on fire

Bhangar: মাঠে পুড়ছে ডাঁই করা নথিপত্র! খবর পেয়েই ছুটল সিবিআই

মঙ্গলবার সকালে আচমকাই খবর ছড়ায়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পুড়়িয়ে ফেলা হচ্ছে প্রচুর নথি। খবর শুনেই ছুটে যান সিবিআই আধিকারিকরা। অর্ধেক জ্বলে যাওয়া নথি সংগ্রহ করছে তাঁরা। তবে কীসের নথি, কারা জ্বালিয়ে দিচ্ছিলেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি।

মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় একটি মাঠের মধ্যে বেশ কিছু নথিপত্র পুড়তে দেখা যায়। মাঠটি পাঁচিল দিয়ে ঘেরা। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা মাঠে নথিপত্র ডাঁই করে রেখেছিলেন। সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। দেখা যায়, বিশাল এলাকা জুড়ে নথিপত্রে আগুন জ্বলছে। সেগুলি কিসের নথি, কেনই বা তাতে আগুন ধরিয়ে দেওয়া হল, জানা যায়নি।

আরও পড়ুন: Bidyut Chakraborty: ‘‌দুর্গাপুজো শুরু হয়েছিল ব্রিটিশদের পদলেহন করতে’‌, বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

ভাঙড়ের মাঠে নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিবিআইয়ের একাধিক গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও সেখানে যান। আগুন নিভিয়ে অর্ধেক পুড়ে যাওয়া নথি উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। বেশ কিছু আধপোড়া নথি উদ্ধার করা হয়েছে।

তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী ঘটনাস্থলে এলে সিবিআই টিমের আধিকারিকরা তাঁকে একটি গাড়ির ভিতরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সিবিআই এর পক্ষ থেকে রাকেশকে ডাকা হয়েছে। রাকেশ স্থানীয় তারদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি।

আরও পড়ুন: MAA Kitchen: ৫ টাকায় ডিমসিদ্ধ-সবজির সঙ্গে পাতে পড়বে টকডাল! গরম সামাল দিতে নতুন মেনু ‘মা কিচেনে’