4 dead in Panchla bus-lorry collision, Mamata announces 2 lakh aid

Bus accident: বাস-লরি সংঘর্ষে পাঁচলায় মৃত ৪ , দু’লক্ষ টাকা সাহায্য ঘোষণা মমতার

বুধবার বিকেলে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চারজন যাত্রীর । দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও ছয়জন ৷ তাঁদের গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে (Panchla Accident) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ সল্টলেকের করুণাময়ী থেকে হাওড়ার আমতার দিকে আসছিল একটি বেসরকারি একটি বাস। ভিড়ে ঠাসা যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলা বাসটির সামনের একটি টায়ার ফেটে যায় পাঁচলার ধুলোরবাঁধ এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি চলন্ত লরিকে। সংঘর্ষে বাস এবং লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। উদ্ধারকাজে ছুটে আসেন স্থানীয়রা। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি।

আরও পড়ুন: Weather Forecast: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ রাত থেকেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দুর্ঘটনার জেরে হাওড়া আমতা রোডে যান চলাচল বেশ কিছু ক্ষণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতা থানার পুলিশ-সহ গ্রামীণ পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে তার আগেই উদ্ধার কাজ শুরু করে এলকার মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুত গতিতে আসছিল বাসটি। দু’টি গাড়িকে ওভারটেক করার পর বাসটির টায়ার ফেটে যায়। তীব্র ধাক্কায় আসন থেকে ছিটকে পড়ে যান যাত্রীরা৷ মাথায়, কাঁধে, পিঠে, পায়ে গুরুতর আঘাত পান অনেকে৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে দাবি যাত্রীদের৷

দুর্ঘটনার পরই বাস যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়র৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ৷ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়৷ গুরুতর জখমদের নিয়ে যাওয়া হয় কলকাতা, হাওড়া ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে৷ এদিকে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি৷ ঘটনার জেরে রানিহাটি আমতা রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়৷

আরও পড়ুন: Anubrata Mandal: ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত, জেলে কী কী পাবেন তৃণমূল নেতা?