বাংলার বুকে আবারো ঘটলো এক বোমা বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়েছে এক শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি এলাকায়। সম্প্রতি মালদহ জেলার কালিয়াচকের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছিলো এবং সেই বিস্ফোরণের ফলে মৃত্যু হয় তিন বছরের এক শিশুর।
স্থানীয় সূত্রের খবর, ওই শিশুটির নাম ওমর শেখ। বাড়ি, উস্তি থানার কেয়াকোনা এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে বেশ খানিক দূরে খেলা করছিল সে। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির কাছে গাছের তলায় পড়েছিল বোমা! সেই বোমাটিকে যখন বল ভেবে খেলতে যায়, তখনই ঘটে বিস্ফোরণ।
আরও পড়ুন: Mamata Banerjee: অনুব্রতকে গ্রেফতারের ছক! বিজেপি-র বগটুই রিপোর্টকে ‘অভিসন্ধি’ বলে তোপ মমতার
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের লোকেরা। তাঁরা দেখেন, গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে ওমর। হাত-পা ঝলসে গিয়েছে তার।
তড়িঘড়ি শিশুকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। তবে কীভাবে এই ঘটনা ঘটলো কিংবা বোমাটি বা কোথা থেকে এলো, সে বিষয়ে এখনও জানা যায়নি। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে, মালদহে কালিয়াচকে আবার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। প্রাণ গিয়েছিল ৩ বছরের শিশুর।
আরও পড়ুন: Purulia: শিল্পের নামে আস্ত তিলাবনি পাহাড় ‘বিক্রি’? রাজ্য সরকারের বিরুদ্ধে দানা বাঁধছে আন্দোলন