Abhijit Gangopadhyay: bjp candidate abhijit ganguly allegedly threatens agitators

Abhijit Gangopadhyay: ‘আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে’! হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়ে বললেন অভিজিৎ

ষষ্ঠ দফার ভোটে(Tamluk Lok Sabha Election 2024) দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। মেজাজ হারালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি দিয়ে বললেন “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”।

শনিবার ভোট চলছে তাঁর কেন্দ্র তমলুকে। তার মধ্যেই বুথ পরিদর্শনে আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের সমর্থকেরা। এক বার নয়, দু’বার। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও ‘চোর চোর’ স্লোগান ওঠে। আবার কখনও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও শেষের দিকে হঠাৎ মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, ‘‘বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’’

শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ভোটের দিন প্রথমবার বিক্ষোভের মুখে পড়েন। এর পর হলদিয়া মহকুমা হাসপাতালে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। কারণ, সেখানে ভর্তি রয়েছেন রাজনৈতিক হিংসায় জখম হালিয়ার হাতিয়াবেড়িয়ার বাসিন্দা বাবুলাল মণ্ডল। সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

একজন প্রাক্তন বিচারপতি এহেন হুঁশিয়ারিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।এর আগেও অভিজিৎকে বিরোধীদের লক্ষ্য করে আক্রমণ শানাতে দেখা গিয়েছে। বস্তুত, দিন কয়েক আগেই তাঁর ব্যবহৃত ভাষা নিয়ে আপত্তি তুলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘‘বিচারপতি থেকে বিজেপি নেতা হওয়া অভিজিতের এই কথা গোটা বাংলা শুনেছে। সাড়ে ছ’ঘণ্টা পর্যন্ত ভোট বাকি। তমলুকের মানুষ ইভিএমের বোতাম টিপে যা জবাব দেওয়ার দিয়ে দেবেন।’’