Adventurous bank robbery in Burdwan, senior police officials at the scene

বর্ধমানে সাতসকালে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি, ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তারা

বর্ধমানে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি। শহরের প্রাণকেন্দ্রে কার্জনগেট লাগোয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্যাঙ্কের শাখায় ডাকাতি। অভিযোগ, ৬-৭ জন দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কর্মীদের খুন করার ভয় দেখাতে শুরু করে। এরপর সঙ্গে থাকা ব্যাগে টাকা ভরে চম্পট দেয় তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন জেলা পুলিশের পদস্থ কর্তারা।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। জানা গিয়েছে, এদিন সকালে বর্ধমানের কার্জন গেট সংলগ্ন বৈদ্যনাথ কাটরা বাজার এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি খোলার সঙ্গে সঙ্গে পাঁচজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ঢুকে পড়ে।

আরও পড়ুন: ওয়েবসাইটে অনুব্রতের ১ কোটি টাকা জেতার খবর, শোরগোল বীরভূমে

সেই সময় অল্প কয়েকজন গ্রাহক ও কর্মী সেখানে ছিলেন। অভিযোগ, লকারের চাবির জন্য কর্মীদের উপর চাপ দেয় তারা। দু’জন কর্মীকে আঘাত করা হয় বলেও খবর। এরপর লকার থেকে টাকা নিয়ে ব্যাংক ছাড়ে অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার খবর পাওয়ামাত্রই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান দক্ষিণ এসডিপিও সদর ও অন্যান্য আধিকারিকরা ব্যাংকের শাখায় পৌঁছন। ডাকাতি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “আমি জানার সঙ্গে সঙ্গে চলে এসেছি। ইতিমধ্যেই সব জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। গঠন করা হচ্ছে সিট। দ্রুতই অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে।” প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিরিশ থেকে পয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা।

আরও পড়ুন: খোলা জামা, বক্ষলগ্না সুন্দরী যুবতী! ছবি ভাইরাল হতেই স্যোশাল মিডিয়া ছাড়লেন Madan Mitra