After Mamata Banerjee, Derek O'Brien blocks Governor Jagdeep Dhankhar on Twitter

Derek O’ Brien: এবার রাজ্যপালকে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন ডেরেক ও’ব্রায়েন

সোমবার নবান্নে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার রাতেই তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন রাজ্যপালকে। তৃণমূলের সুপ্রিমোর এই পদক্ষেপ দলের আর কতজন অনুসরণ করবেন, তার দিকেই নজর রাজ্যবাসীর।

রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়৷ বিভিন্ন বার ট্যুইটে রাজ্য সরকারের কথার বিরোধিতা করেছেন ধনখড় (Jagdeep Dhankhar৷ তৃণমূলের দাবি, প্রতিবারই তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন, উত্তর দেননি সরকারের প্রশ্নের৷  সোমবার ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক বা আনফলো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter)৷ নবান্নে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অভিযোগ, রাজ্যপাল যেভাবে প্রতিদিন ট্যুইট করে সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছিলেন, তা মেনে নিতে না পেরেই রাজ্যপালকে (Governer) ট্যুইটারে ব্লক করতে বাধ্য হয়েছেন তিনি৷

আরও পড়ুন: School Reopening: স্কুল খোলার দিনক্ষণ জানাতে আদালতের কাছে এক সপ্তাহ সময় নিল রাজ্য

মুখ্যমন্ত্রী (CM) বলেন, ‘প্রতিদিন ট্যুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েও সবার মাথার উপরে সুপার পাহারাদার হয়ে গেছেন৷’

মমতা ব্যানার্জির মতো একাধিকবার রাজ্যপালের বিরোধিতা করেছেন ডেরেক। রাজ্যপালের অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন। এই সংঘাতের জল কতদূর গড়াবে, তার দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: West Bengal Weather: বৃহস্পতিবার থেকে ফের রাজ্যে বৃষ্টি, আজ ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা