শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর এই বৃষ্টিপাতের জেরেই পূর্ব বর্ধমানে ঘটল পথদুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের নবাবহাটের ১০৮ মন্দিরের কাছে বোলপুরগামী একটি গাড়ি বেপরোয়া গতিতে ছুটছিল। হঠাৎ সেটি রাস্তা থেকে ডানদিকে সরে গিয়ে একটি অ্যাম্বুল্যান্সকে ধাক্কা মারে। তৎপরতার সঙ্গে অ্যাম্বুল্যান্স চালক বাম দিকে সরে গেলেও গাড়ি সোজা গিয়ে পড়ে পুকুরে। আর ওই চারচাকার গাড়িটি পুকুরের পাড় ঘেঁষে কোনও ভাবে দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুন: Indian Railways: রাজ্যজুড়ে ২৪ টি ট্রেন বাতিল আজ থেকেই! দেখুন তালিকা
মুহূর্তের মধ্যে হইচই শুরু হয়ে যায় এলাকায়। ডুবে যাওয়া অ্যাম্বুল্যান্সকে উদ্ধার করতে এক দৌড়ে জলে নামেন একের পর এক স্থানীয় মানুষ। তলিয়ে যেতে বসা অ্যাম্বুল্যান্সের আরোহীদের তৎপরতার সঙ্গে উদ্ধার করেন তাঁরা। স্থানীয়দের জন্যই বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে রোগী-সহ তিন তিনটি প্রাণ। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরে জল কম ছিল বলে রক্ষা। কোনও ভাবে উদ্ধার করে গিয়েছে সবাইকে। বেশি জল থাকলে সমস্যা হত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারচাকা গাড়িটিতেও মোট চারজন আরোহী ছিলেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলেই খবর।
আরও পড়ুন: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল TMC, লড়াইতে নেই কোনও তৃণমূল বিধায়ক