Anubrata Mondal Bail Plea Rejected By Asansol Court

Anubrata Mandal: ফের খারিজ জামিনের আবেদন, পার্থর মত জেলেই পুজো কাটবে কেষ্টরও

পুজোয় জেলেই থাকতে হচ্ছে কেষ্ট মণ্ডলকে। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বুধবার জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। মামলার পরবর্তী শুনানি দশমী অর্থাৎ ৫ অক্টোবর। এদিন এই নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ বিচারক রাজেশ চক্রবর্তী।

গরু পাচার মামলায় এ দিন ফের অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়৷ জামিন পেলে অনুব্রত মণ্ডল সাক্ষীদের ভয় দেখাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সিবিআই-এর আইনজীবী৷ সিবিআই-এর আইনজীবী আরও জানান, এখনও তদন্ত চলছে। অনেক তথ্য পাওয়া যাচ্ছে। গরু পাচারের সঙ্গে যুক্ত এমন অনেক সন্দেহভাজনের খোঁজ পাওয়া যাচ্ছে৷ তাদের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ পাওয়া গিয়েছে৷ তাই এখনই জামিন দেওয়া যাবে না৷

আরও পড়ুন: ফের ঘূর্ণাবর্ত ! বৃষ্টিতে মাটি হতে পারে পুজোর বাজার, বলছে হাওয়া অফিস

আদালত সূত্রে খবর, অনুব্রত মণ্ডল গরু পাচার করেছে এমন কোনও প্রমাণ সিবিআইয়ের কাছে নেই। তাছাড়া অনুব্রতের শারীরিক পরিস্থিতি ভাল নয়। তাই তাঁকে জামিন দেওয়া হোক। আর সংশোধনাগারে শৌচাগারের অবস্থা ভাল নয়। অনুব্রতের খাওয়াও ঠিক মতো হচ্ছে না। তাই ৬৫ বছর বয়সের অনুব্রতের শরীর আরও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে বলে সওয়াল করেন অনুব্রত মণ্ডলের পক্ষের আইনজীবী।

কী বলেছেন সিবিআইয়ের আইনজীবী?‌ এই সওয়াল শুনে পাল্টা সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার বলেন, ‘দুটো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রচুর টাকা লেনদেন হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে প্রচুর টাকা লেনদেন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে একাধিক কলেজ তৈরি হয়েছে। ভিন্‌রাজ্যেও হয়েছে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তাই জামিন দেওয়া উচিত হবে না।’ দু’‌পক্ষের সওয়াল–জবাবের পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।

আরও পড়ুন: Agitation: কর্মী বিক্ষোভের জেরে বন্ধ সরকারি পরিষেবা, হাওড়া-সহ বহু জেলায় অমিল বাস