লটারি কেটে রাতারাতি ভাগ্যবদলের ঘটনা নতুন নয়। এহেন ঘটনা প্রায়ই উঠে আসে সংবাদের শিরোনামে। কিন্তু এবার লটারি কেটে কোটিপতি হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যদিও তিনি লটারিতে অর্থ প্রাপ্তির বিষয়টি সম্পর্কে কোনও মন্তব্য করেননি।
Lottrysambadresult. In নামে এই ওয়েব সাইটে দেখা যাচ্ছে, ১ কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত। ওয়েবসাইটে দৈনিক লটারি বিজেতার ছবি দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়, সেখানেই অনুব্রতের নাম এবং ছবি দিয়ে দাবি করা হয়েছে, তিনি এক কোটি টাকা জিতেছেন। যদিও ঘনিষ্ঠ মহলে বিষয়টিই অস্বীকার করছেন অনুব্রত।
আরও পড়ুন: Bikaner Express Accident: মৃতের সংখ্যা বেড়ে ৯, কুয়াশা উপেক্ষা করে চলছে উদ্ধারকাজ
তৃণমূল নেতার তরফে প্রকাশ্যে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে খবর, ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন এমন কোনও ঘটনা ঘটেনি। ফলে আদৌ তিনি লটারিতে কোটিপতি হয়েছেন কিনা, তা কোটি টাকার প্রশ্ন। পাশাপাশি ওয়েবসাইটে কোনও গন্ডগোল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে গোটা বিষয়টা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
লটারি কেটে রাতারাতি বড়লোক হয়েছেন এমন সংখ্যা তো নেহাত কম নয়। বীরভূমেই কয়েকদিন আগে শ্রমিক লটারি জিতেছেন। পরিযায়ী শ্রমিক থেকে রাজমিস্ত্রি, ছাত্র থেকে টিউশন মাস্টার, রাতারাতি কপাল খুলেছে অনেকের। সেই তালিকায় নাম উঠল তৃণমূল নেতারও? উত্তর মিলছে না। তবে সত্যি হলে, অনুব্রত হয়ত বলে উঠবেন দারুণ খেলা হল!
এদিকে অনুব্রত মণ্ডলের ডিয়ার লটারির টিকিট যার থেকে গিয়েছে, সেই সেলার জানান, “গত বছরের সাত ডিসেম্বর আমার কাউন্টার থেকেই এক কোটি টাকা জেতার খবর এসেছিল। কিন্তু ওই প্রাইজ কী জিতেছেন জানা ছিল না।” তিনি আরও যোগ করেন, “আমার দোকান থেকেই ফার্স্ট প্রাইজ এসেছে শুনে আমার ভাল লেগেছে। কিন্তু আমার কাছে কেউ আসেননি। এখন শুনছি অনুব্রত মণ্ডল পেয়েছেন”। উনি কি লটারির টিকিট কেটেছিলেন? তৎক্ষণাৎ ওই ব্যবসায়ীর উত্তর “এটা বলতে পারব না।”
আরও পড়ুন: ‘বাংলার ট্যাবলো বাদ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন’; মোদীকে চিঠি মমতার; টুইট তথাগতের