Basudeb Acharia: Veteran CPM leader Basudeb Acaria Passed away

Basudeb Acharia: প্রয়াত বাঁকুড়ার টানা ৯ বারের সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া, শোক প্রকাশ মমতার

সিপিএমের বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার জীবনাবসান । আজ, সোমবার দুপুরে হায়দরাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮১ বছর। তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বহুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ সিপিএম নেতা।

আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম হয়েছিল বাসুদেবের। সেখানেই পড়াশোনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। আদিবাসীদের নানা ধরনের আন্দোলন এবং স্বাক্ষরতা অভিযানে পশ্চিমাঞ্চলের অন্যতম নেতা ছিলেন তিনি। ১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন বাসুদেব।  ২০০৯ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন তিনি।

রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন বাসুদেব আচারিয়া। ২০১৪ সালে শেষবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেবার মুনমুন সেনের কাছে পরাজিত হন তিনি। তার পর থেকেই ধীরে ধীরে অসুস্থতার কারণেই রাজনীতি থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকস্তব্ধ দল। দলের তরফেই সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।  বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।