এভারেস্ট জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শিখর জয় করেন বাংলার মেয়ে। বাঙালি হিসেবে প্রথম কোনও পর্বতারোহী এই রেকর্ড গড়লেন। কৃত্তিম অক্সিজেন ছাড়াই এভারেস্টে ওঠেন পিয়ালী।
স্কুলে পড়ার সময় থেকেই এভারেস্টে ওঠার স্বপ্ন দেখতেন তিনি। ছোটবেলায় এডমন্ড হিলারি, তেনজিং নোরগেদের গল্প শুনে রমাঞ্চিত হতেন এই বঙ্গতনয়া। সেই মত ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করতে থাকেন পেশায় স্কুল শিক্ষিকা পিয়ালী। চন্দননগরের কানাইলাল প্রাথমিক বিদ্যালয়ে পড়ান তিনি। সমস্ত বাঁধা পেরিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকেন পিয়ালী। বাবা-মা অসুস্থ। আর্থিক সমস্যা, সামাজিক বিভিন্ন বাঁধা পেরিয়ে আজ এভারেস্টের শিখরে উঠলেন তিনি।
আরও পড়ুন: আনিসের বাড়িতে পুলিশি অভিযান আইন মেনে হয়নি’, হাই কোর্টে স্বীকার রাজ্যের
@PMOIndia@narendramodi@YASMinistry@ianuragthakur
I'm supposed to climb Mt.Everest as the first civilian with Indian Flag without supplimentary oxygen&prsntly stuck @Kathmandu bcz I'm unable to pay full fees for this. Got many assurances but never got any help frm any govt/Pvt pic.twitter.com/RRinZmzQ6T— PIYALI BASAK (@PIYALIBASAK16) April 14, 2022
মে মাসের ৩ তারিখে এভারেস্ট জয়ের জন্য রওনা হয়েছিলেন পিয়ালি। বিশিষ্ট পর্বত আরোহী ও এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায় বলেন, ‘এই সাফল্য বর্ণনা করার ভাষা নেই। আমিও এভারেস্ট উঠেছি। অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় তো ভাবাই যায় না। ক্যাম্প ৩ পর থেকেই অক্সিজেনের প্রয়োজন হয়। সেখান থেকে ক্যাম্প ৪ হল ৮০০০ মিটার উঁচুতে। তারপর সামিট। ও যখন অক্সিজেন ছাড়া এভারেস্ট ওঠার পরিকল্পনা করে তখন আমার মনে হয়েছিল, এটা কি সম্ভব? তারপরও ও যে পেয়েছে তা অভাবনীয়। ও এখনও নামেনি। প্রার্থনা করি ও সুস্থভাবে নেমে আসুক।’
পিয়ালির এভারেস্ট জয় নিয়ে সপ্তশৃঙ্গ জয়ী পর্বত আরোহী সত্যরূপ সিদ্ধান্ত বলেন, ‘অসাধারণ সাফল্য। বাঙালি হিসেবে এই সাফল্য গর্বের। এভারেস্টে আট হাজার মিটার উচ্চতায় অক্সিজেন ছাড়া যাওয়াটা বিশাল বড় আডভেঞ্চার। আমাদের পর্বত আরোহীদের কাছে একটা দিগন্ত খুলে দিল পিয়ালি।’
আরও পড়ুন: আজই তৃণমূল কংগ্রেসে যোগ অর্জুন সিংয়ের! রবিবাসরীয় বিকেলে অভিষেকের হাত ধরে ‘ঘরওয়াপসি’