Berhampore Murder Case: Someone shared close pictures of Susanta Chowdhury and Sutapa Chowdhury

Murshidabad Murder: ফাঁস সুতপা-সুশান্তের ‘ঘনিষ্ঠ’ ছবি, পাল্টা কাঠগড়ায় তোলা হল সুতপার বাবাকে

বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরীর খুনে নয়া মোড়। পুলিশের হাতে এবার এল একটি ফেসবুক পোস্ট। ‘তপন ওয়াইটি’ নামে একটি প্রোফাইল থেকে সুশান্ত ও সুতপার বেশ কিছু ‘ঘনিষ্ঠ’ ছবি পোস্ট করে অভিযোগ করা হয়েছে সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীর দিকে।

সুতপার বাবা স্বাধীন চৌধুরী বারবার দাবি করেছেন, ‘খুনি’ সুশান্ত চৌধুরীর সঙ্গে তাঁর মেয়ে সুতপা চৌধুরীর কোনও সম্পর্ক ছিল না। কিন্তু এবার সামনে এল সম্পূর্ণ উল্টো ছবি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুশান্ত-সুতপার ঘনিষ্ঠ মুহূর্তের গুচ্ছ ছবি৷ ‘তপন ওয়াইটি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলি শেয়ার করা হয়েছে। যে ছবিগুলি সুশান্ত চৌধুরীকে ট্যাগ করা হয়েছে৷

আরও পড়ুন:  Kashipur: খুন নয়! অর্জুনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত

ছবিগুলিতে কোথাও দেখা গিয়েছে সুশান্ত এবং সুতপা একে অপরকে আদরে ভরিয়ে দিয়েছে৷ প্রতিটি ছবিতেই তাঁরা ‘কাছাকাছি’ এসেছে। ছবিতে স্পষ্ট ধরা পরেছে তাঁদের রসায়ন৷ আর এই ছবিগুলি শেয়ার করেই সুতপার বাবার উদ্দেশে প্রশ্ন করেছেন ‘তপন ওয়াইটি’৷

তিনি সরাসরি লিখেছেন, ‘ছবিগুলো দেখে তো মনে হচ্ছে সুশান্ত এবং সুতপার মধ্যে একটা ভাল সম্পর্ক ছিল।’ এ ছবিগুলি কবে তোলা হয়েছে, কোথায় তোলা হয়েছে, তা অবশ্য এই পোস্ট থেকে জানা যায়নি৷ তবে যেভাবে সুশান্ত সুতপাকে কোলে তুলে নিয়েছে এবং একে অপরের গালে,মাথায় চুমু এঁকে দিয়েছে, তাতে ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া এটা সম্ভব নয় বলেই অধিকাংশের ধারনা৷

এর পরেই তাঁর প্রশ্ন সুশান্ত সুতপাকে উত্যক্ত করত বা হুমকি দিত-এই অভিযোগগুলি আদৌ সত্যি তো? আরও একধাপ এগিয়ে ‘তপন ওয়াইটি’ নামে ওই পোস্টদাতার প্রশ্ন, ‘সুশান্ত এবং সুতপার সম্পর্কের অবনতি এবং তাঁদের এই চরম পরিণতির জন্য স্বাধীনবাবু দায়ী নন তো?’

শুক্রবার সুতপা ও সুশান্তর মোট ৯টি ছবি পোস্ট করেছেন ওই ইউজার৷ যা বহুবার শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন: Plastic Banned: বিরাট ঘোষণা রাজ্যে! নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক, কবে থেকে জানুন