বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইটে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রেল। এ বার জানা গেল, ঘটনাস্থল পরিদর্শনে নিজেই আসছেন তিনি।
ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘উদ্ধারকাজে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছেন রেলের কর্মী ও আধিকারিকরা। ঘটনাস্থলে মেডিক্যাল টিম পৌঁছেছে। গ্যাস কাটার নিয়ে উদ্ধারকর্মীরাও পৌঁছে গিয়েছেন। রেলের পদস্থ আধিকারিকরাও সেখানে রয়েছেন। দ্রুত সমস্ত যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি থেকে বার করাই আমাদের লক্ষ্য। আমি আগামীকাল ঘটনাস্থলে যাব।’
আরও পড়ুন: আর্থিক ‘তছরূপে’র দায়ে তরুণীকে যৌন হেনস্তা, অপমানে ফেসবুক লাইভে আত্মঘাতী বাবা-মা-ভাই
রেলমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ফোন করে গোটা ঘটনার ব্যাপারে জেনেছেন। উদ্ধারকাজের অগ্রগতির ব্যাপারেও খোঁজ নিয়েছেন তিনি।’ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে। তবে আপাতত আমাদের লক্ষ্য উদ্ধারকাজ।’
In an unfortunate accident, 12 Coaches of Bikaner – Guwahati Exp. derailed near New Maynaguri (West Bengal) this evening.
Personally monitoring the situation for swift rescue operations.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 13, 2022
বৃহস্পতিবার বিকেলেই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। বৈঠক চলাকালীনই দুর্ঘটনার খবর পান মমতা। রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে সবিস্তারে গোটা বিষয়টি জেনে তিনিও প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন।
আরও পড়ুন: Hooghly: বর পালাল জানালা দিয়ে! প্রেমিকা সহ খুঁজে দিতে দ্বারস্থ বউ