মঙ্গলবার স্থানীয়দের বিক্ষোভ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিল সিভিক পুলিশ কর্মী মিজানুর রহমান। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছিল শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় সিভিক পুলিশ কর্মীর। এই ঘটনায় পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে সূত্রের খবর।
দিন কয়েক ধরে কালিয়াগঞ্জে তিনটি ঘটনা ঘটেছে। এক, নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু। দুই, থানায় অগ্নিসংযোগ এবং পুলিসের উপর হামলা। তিন, এক রাজবংশী যুবকের মৃত্যু, এই মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে। রাজ্যপাল পুলিশ রিপোর্ট তলব করেছেন। এমনকী এই ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নেমে পড়েছে রাজনীতি করতে। তারা এবার উত্তরবঙ্গে বন্ধ ডেকে দিয়েছে।
দিন কয়েক ধরে কালিয়াগঞ্জে তিনটি ঘটনা ঘটেছে। এক, নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু। দুই, থানায় অগ্নিসংযোগ এবং পুলিসের উপর হামলা। তিন, এক রাজবংশী যুবকের মৃত্যু, এই মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে। রাজ্যপাল পুলিশ রিপোর্ট তলব করেছেন। এমনকী এই ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নেমে পড়েছে রাজনীতি করতে। তারা এবার উত্তরবঙ্গে বন্ধ ডেকে দিয়েছে।
এখন উত্তরবঙ্গের জেলায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, তিনি আলিপুরদুয়ারে আছেন। সেখানে আগামীকালও থাকার কথা। তাই এই বিজেপির ডাকা বন্ধ বেশ তাৎপর্যপূর্ণ। কালিয়াগঞ্জে সাহেবঘাটায় এক আদিবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু হলেও ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তার জেরে পুলিশের উপর হামলা নামিয়ে আনা হয়। যদিও কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে পুলিশ। অশান্তি যাতে আর না ছড়ায়, তার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট পরিষেবা।